তুমি
তুমি


তুমি কি আগের মতই আছো?
না খানিকটা বদলে গেছো ।
মনে কি পড়ে সেই বাদল হাওয়া
বৃষ্টিতে ভিজে গান গাওয়া ।
মেঠো পথ ধরে পথচলা
চলতে চলতে কথা বলা ।
এলোচুলে আসতে যখন ছাদে
বেঁধে ফেলতাম দু হাতের ফাঁদে।
কাজ সাড়া অলস দুপুরে
রিনিঝিনি তোমার নূপূরে ।
প্রতীক্ষায় থাকতাম বসে,
যখন দেখা হতো শেষে
বলতে তুমি আর হবে না দেরি,
আই এম ভেরি সরি।
কথায় কথ
ায় কাটতো বিকেল বেলা
মনে কি পারে সেই ধূলো খেলা।
এখন তুমি আছো কোথায়?
আমার মনের ভালবাসায়।
হারিয়ে গেছে সেদিনগুলি আজ
তুমি আছো, নিয়ে তোমার কাজ ।
পরিচিত কোন ভুলে যাওয়া সুরে
মন মোর আজ গুনগুন করে ।
পাইনি কোথাও এহেনো বন্ধু
পেরিয়ে এসেছি ভাবের সিন্ধু ।
আঁকা হয় নি কপালে তোমার
অনুরাগে ভরা সিন্দুর।
সম্পর্ক সে যে চিরদিনের
ওগো নয় সে তো ক্ষণ ভঙ্গুর ।।