বিরোধ
বিরোধ


দেখা মাত্র দেগে দিলে গুলি!
পিস্তল, শটগান, থ্রি-নট-থ্রি রাইফেল.. সে যাই হোক না কেন,
কানফাটা শব্দে কিছু কাকপাখি মধ্যাহ্নকালীন আহার সারতে গেল।
তবে তেমন দোষ কি আর দেখলে?
চেয়েছিলে চুম্বন করতে, ঠোঁটে পেলে সমাজবিরোধীর গন্ধ।
হাত দুটো ছুঁলে। নিমেষে চমকানি ছুঁল তোমাকে।
আমার হাতে নাকি নেকড়ে বাঘের গন্ধ। কি মুশকিল!
সেভাবে দেখতে গেলে তো গন্ধ সর্বত্রই। তাই খুব সাবধান।
আদর চাইতে চাইতে নাভিমূলে পৌঁছে গেলে পাবে মায়ের গন্ধ।
যত শ্লেষ্মা, টক, বীর্য, নিঃশ্বাস আর মাছ.. গন্ধ চুষে নিতে জানি আমি।
তোমার সহ্য হয় না? না হোক। উদ্বাস্তু হবার গন্ধ নিয়েছ কোনদিন?
বসন্ত চাইলেও যে ডাস্টবিন ঘাঁটার সহ্যক্ষমতা থাকা চাই।
তুমি শুনলে না। শোনামাত্র দেগে দিলে গুলি সোজা গন্ধ তাক করে।
গুলি তো ছুঁড়লে, বারুদ কতদূর গেলো সেটাই দেখার।