STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

5  

Partha Pratim Guha Neogy

Abstract

আমার দুনিয়া

আমার দুনিয়া

1 min
760

একবার বসে নিজে ভাবো রে মন

একবার বসে ভাবো,

কোথায় ছিলাম, কোথায় এলাম

কোথায় চলে যাবো। 


চোখ মেলে সবই দেখি

করি শুধু আমার আমার,

ভাবিনাতো একবার আমি

এই আমিটা যে কার। 


নানা রঙের সংসার এই জমিদারী

আরও বালাখানা,

সম্বল হবে সোনার দেহে

মাটির বিছানা। 


দুই প্রহরী আসবে সেদিন

প্রশ্ন জিজ্ঞাসা করবে ,

নিজের কাজের হিসেব রে মন

সেদিন দিতে হবে। 


তাইতো বলি কেন তুমি

ঘোরো শুধুই ছায়ার পিছে,

জেনে রাখো মন রে আমার

এই দুনিয়াটাই মিছে।


ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Abstract