আমার দুনিয়া
আমার দুনিয়া


একবার বসে নিজে ভাবো রে মন
একবার বসে ভাবো,
কোথায় ছিলাম, কোথায় এলাম
কোথায় চলে যাবো।
চোখ মেলে সবই দেখি
করি শুধু আমার আমার,
ভাবিনাতো একবার আমি
এই আমিটা যে কার।
নানা রঙের সংসার এই জমিদারী
আরও বালাখানা,
সম্বল হবে সোনার দেহে
মাটির বিছানা।
দুই প্রহরী আসবে সেদিন
প্রশ্ন জিজ্ঞাসা করবে ,
নিজের কাজের হিসেব রে মন
সেদিন দিতে হবে।
তাইতো বলি কেন তুমি
ঘোরো শুধুই ছায়ার পিছে,
জেনে রাখো মন রে আমার
এই দুনিয়াটাই মিছে।