নারীদের কথা
নারীদের কথা
নারী তোমার বিভিন্ন রূপ, জন্মভূমিতে মাতৃদেবী,
তোমার কোলে লালিত এই আমাদের সুরভিত পৃথিবী ।
তুমি ধরায় আশ্রয়, তোমার কারণে গর্বিত এই ভব ,
তোমার ত্যাগে খ্যাত জীবন, তোমার কন্ঠে ন্যায়ের স্তব।
তুমি মা, তুমিই বোন,আবার তুমি প্রিয়তমা স্বপ্নদর্শী,
তোমার অশ্রুতে সাগরের ঢেউ,আকাশ জোড়া হাসি।
তুমি শ্রদ্ধার প্রতীক, আবার তুমি ভালোবাসার গান,
তোমার প্রতিটি শ্বাসে বাঁচে নতুন জীবনের প্রাণ।
কখনো তুমি অগ্নিকন্যা, কখনো আবার শীতল ছায়া,
তোমার চোখে ভরা যে স্বপ্ন, সে স্বপ্নই দেখায় দিশা।
জীবনযুদ্ধে নারী তুমি অদম্য, তুমি শক্তি ও মমতাময়ী,
পথচলা হোক শান্ত, সুদৃঢ়, অনুপম, হও বিজয়িনী ।