Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Manik Goswami

Classics Inspirational

5  

Manik Goswami

Classics Inspirational

দ্বন্দ্ব

দ্বন্দ্ব

1 min
530


দ্বন্দ্ব

মানিক চন্দ্র গোস্বামী

 

মানুষের মতো সন্মান লভি

        বাঁচার তরে তোরা,

সুখের মুখে ছাই ঢালি দিয়া

        বরে নিয়েছিস কারা।

রুদ্ধ কপাটের ওপারে তোরা

        আওড়াস কত বুলি,

ছিন্ন করি এ বন্ধন ডোর

        ফোটাবি ভোরের কলি।

চেষ্টা তোরা এতকাল ধরি

        করেছিস বহুবার,

সত্যিকারের বাঁচার তরে

        ক্ষমতার অধিকার।

মানুষ হয়ে জন্মে তোরা

        মানুষ হয়েই থাকার,

অমানুষের কঠোর মুষ্টি

        শক্তি আছে ভাঙ্গার।

মনের জোর যে অসীম মানি

        কুশলীও তো বেশ;

দলাদলির ফাঁদে পড়ে তবু

        ছিড়ছিস নিজ কেশ।

ছিন্ন করি এ বিভেদ তোদের

        একসাথে একদলে,

বাঁচার চেষ্টা করতে পারিস

        এক হয়ে সবে মিলে।

বাঁচতে গেলে জোগাড় কিছু

        করতেই হবে খাদ্যের

কিছু না হোক রাখতে হবেই

        ভবিষ্যতে শ্রাদ্ধের।

তাও যদি না পারিস তোরা

        যে যার নিজের ঘরে

উদরের দোরে খিল এঁটে তবে

        পড়ে থাকে চুপ করে।

মাথাগোঁজার ঠাঁইটুকু যদি

        ছিনিয়ে নিতে পারিস,

শক্তিজোরে এগিয়ে যেতে

        একে অন্যেরে মানিস।

সমস্যা তোদের যা কিছু তার

        বিরুদ্ধতায় মেতে,

আনতে পারিস নতুন প্রভাত

        কাল-রজনী হতে।

অমার পরে আশার আলোয়

        পেতে যদি চাস তোরা,

বন্ধ করে একক চেষ্টা

        দলে মিলি ভাঙ কারা।

এর পরে যদি হতাশ হয়ে

        ভেঙেই পড়িস পথে,

বাঁধন যদি ছিন্ন হয় তবে,

        বজ্র আকাশ হতে --

বিনা মেঘেই তীব্র বেগে

        আসবে ধরণী 'পরে;

রোষ বহ্নির প্রচন্ডতায়

        মরবি নতুন করে।

ভেবে দেখ তবে, কি চাস তোরা

        নতুন প্রভাত না কি --

অন্ধকারার বদ্ধ দোরের

        অন্তরালে থাকি,

গুনতে থাকবি আসবে কবে

        অকাল মৃত্যু দিন,

চোখের সামনেই হারিয়ে যাবে

        স্বপ্ন, আশা রঙিন।

 


Rate this content
Log in