ট্রু-নমুনা
ট্রু-নমুনা
রাজনীতির জম জমাট দিনে এক মন্ত্রীর ঘরে
জন্ম নিলো এক সাথে তিন পুত্র তিন সূত্র ধরে।
প্রথমঃ বধির, না পারে শুনতে
দ্বিতীয়ঃ বোবা, না পারে বলতে
তৃতীয়ঃ অন্ধ, না পারে দেখতে।
দেখে মন্ত্রীর ত্রিনেত্র উঠলো ললাটের মধ্য ভাগে
কোন জন্মের তিন ভিখারি এলো তার ঘরের বাগে!
হে ঠাকুর
এমন আপদ বালাই চাপিয়ে ঘাড়ের পরে
চোরাই ইনকামের প্ল্যান দিলি মাটি করে?
এদের জন্ম দিতে জুটলো কি তোর আমার ঘর
পেলিনা খুঁজে আর অন্য কোথাও কারোর ঘর ?
কাণ্ড দেখে মন্ত্রী বাজিয়ে গলা উঁচু করে
বলল দু’হাত ঠুকে নিজের কপাল ধরে।
আমি কি পাপ করেছি জনতার সেবা করে!
এদের নিয়ে দেশ উদ্ধার করবো কি করে ?
হঠাৎ আকাশ থেকে কর্কশ ধ্বনি পড়লো ঝরে
জানিস সিধাসাধা জনতা কি পেলো বেঁচে মরে ?
তোরা নিজের স্বার্থে নিজের মুঠোয় রাখিস ব্যাপার
জেনে আজকের জনতা সবচেয়ে দুর্বল বোকা ভাঁড়।
যেমন দেশের আইন বিধি - বধির
শাসনতন্ত্র সংবিধান বোবার- নজির
যোজনা স্কিম অন্ধজোগান - মদির
তুই অনর্থক ভাবছিস; আমি বুঝি করেছি হয়তো কোন জাদুটোনা।
নারে;যেমন কর্ম তেমন ফল এতো তোদেরই রীতি নীতির ট্রু-নমুনা।