Subhasish Paul

Abstract Classics

4.2  

Subhasish Paul

Abstract Classics

জন্মান্তর

জন্মান্তর

1 min
825


                          জন্মান্তর

                                

                          শুভাশিস পাল


গত জন্মের অভিশপ্ত স্মৃতি সব,

ধীরে ধীরে আবছা হয়ে আসে। 

ভোরের আলোয় একটু একটু করে

চোখ মেলে আমার অপরাজিতা,

অনেক না বলা কথা নিয়ে।

মৃদুল হাওয়ায় দোল খায় সজীব মাধবীলতা,

আমায় আদর করে ডাকে শুভ্র টগর।

ধূসর মনের অলিন্দে রং মিলিয়ে দেয়,

আমার রক্তিম নয়নতারা।


আমি চুপ করে বসে দেখি সব,

ভালোলাগার আবেশ ভরিয়ে দেয়

সকল তনু, মন, প্রাণ।

যেন, মৃত্যুর ওপর থেকে ভেসে আসা,

এক নুতন জীবন।


..................................................................। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract