সংকল্প
সংকল্প


না, এমনি করে আর চলবে না।
স্নেহের শৃঙ্খল মোচন করে,
বেরিয়ে পড়তে হবে পথে।
তারপর, পায়ে পায়ে পথ হেঁটে
পার হয়ে যাবো সহস্র মৃত্যুরে।
পাড়ি দেব, ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর দেশে,
যেখানে আজ ও সোনার কাঠির পরশে ঘুম ভাঙে।
না, তোমাদের কথাও আজ আর ভাববো না।
তোমাদের আত্মপ্রত্যয়ের পরাকাষ্ঠে ,
পরাভূত মোর সকাল অহংকার।
তাই, মুছে ফেলে পিছু টান যত,
ভুলে গিয়ে আছে যত হৃদয়ের ক্ষত,
বেরিয়ে পড়তে হবে পথে।
পায়ে পায়ে ঝরে ঝরে দীর্ঘশ্বাস
পৌঁছে যাবো তীর্থপথের শেষ ঠিকানায়।
যেখানে স্বপ্ন মেশে অসীম শুন্যতায়।
------------------------------------------------------