STORYMIRROR

Paula Bhowmik

Fantasy Inspirational

5  

Paula Bhowmik

Fantasy Inspirational

বন্ধুর পথ

বন্ধুর পথ

2 mins
617


প্রিয় আমার, বলতো তোমার প্রিয় বান্ধবী কে ?

আমার চেয়েও বেশী ভালোবাসে তোমায় যে !

না, না, হিংসে তাকে আমি একটুও করবোনা,

তোমাকে ভালোবাসে যে, তাকে ভালোবাসবো না !

তার জন্যে পারবে কি তুমি খালি পায়ে পথ চলতে !

বন্ধুর পথে নিজের পা দুখানা ক্ষত-বিক্ষত করতে ?

পারবে তার সব সমস্যা গুলো নিজের করে ভাবতে !

সামনে যত বাধার পাহাড়, পারবে সেসব ডিঙাতে ?

সারাজীবন তার সাথে তুমি পারবে তো বন্ধুত্ব রাখতে,

তার জন্যে হয়তো তোমায় চাঁদের মতোই হবে হতে।

কঠিন পরিস্থিতির মধ্যেও পৃথিবীটা হবে পাক দিতে !

পা যদি তোমার বিদ্রোহ করে, দেবে তখন হামাগুড়ি?

রক্তাক্ত হৃদয় অনায়াসে তুলে দেবে হাতে তারই!

ফু দিয়ে তোমার হৃদয় জুড়িয়ে দেবে কি না জানোনা,

সে তোমাকে ভালোবাসে কি না তা যাচাই করোনা !

অন্ধের মতো হোঁচট খেতে খেতে সারা পথ চলেছো,

তুমি যে তাকে ভালোবাসো, সে কথাটা কি বলেছো ?

কি করে পাহাড়ি পথে চলবে তুমি, ট্রেকিং শিখেছো !

পথে যদি পড়ে দুঃখের নদী, সাঁতরে হয় পেরোতে,

ভুলে যাওনি তো একেবারে, যেমন সাঁতার কাটতে !

যদি মাছুয়া আলাদ কিংবা বাসুকি পা জড়িয়ে ধরে,

অকারণেই যদি ঝাঁপিয়ে তোমার সাথে লড়াই করে !

তখনও কি তোমার প্রিয় বান্ধবীর মুখটা মনে পড়বে !

তাহলে তুমি যেতেই পারো, ক্লান্তি তোমায় ছোঁবে না,

হাসি মুখেই দেবো বিদায়,একটুও অভিমান করবোনা

শুধুমাত্র আমার একটা ছোট্টো সহজ শর্ত আছে, 

চলার পথে আমার কথা একদম ভাবতে পারবে না ।

যখন তুমি কোনো পাহাড়ের চুড়ায় উঠে দাঁড়াবে,

কথাটা ভেবে রেখো আগেই, কি করে নামবে ?

পাশের বিপদের খাদ গুলো সাবধানে নজরে রেখো,

তোমার অজান্তেই সিঁড়ির ধাপ বানাবো,

অন্ততঃ___ বানানোর চেষ্টা তো করবো নিশ্চয়ই, সুখে থেকো ।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy