পূজা ও দোলযাত্রা
পূজা ও দোলযাত্রা
আকাশের আসলে নিজের কোনো রঙ নেই ___
তবুও দেখে কেমন যেন নীল বলে মনে হয়।
চোখের জলেরও কিন্তু কোনো রঙ হয় না,
কখনও কখনও কেন যেন তা লাল মনে হয়।
জানি না ভালোবাসার রঙের চিহ্ন কেন যে লাল,
যশোদা ও রাধাকে কি করে যে ভুলে যায় গোপাল !
আসলে শুধুই সামনে এগোয়, পেছন পানে চায় না ।
ভালোবাসলেও তো ভেতরে ভেতরে রক্তক্ষরন হয় ।
তাই কি কেউ কেউ ভয়ে ভালোবাসায় জড়ায় না !
পাহাড়ের কোলে কৈলাশে ধ্যান মগ্ন ছিলেন ভূতনাথ,
ত্রিভূবনে পতি রূপে পছন্দ যে ঐ দেবাদিদেবকেই !
মহাদেবের রূপে মুগ্ধ, না গুণে ! প্রেম কি বলে একেই !
তপস্যা তাই পার্বতীর, হিমালয় দুহিতা যেন অনাথ ।
বহুরূপী বিষাদ নানান রঙের, সহজে চেনা যায় না___
নাই বা মাখা হলো আবির, বিষাদ যেন মন ছোঁয় না।
সকল মানুষের মন কি আর আকাশের মত উদার !
বিষের কথাতে কেন যে চোখে উদয় হয় নীল রঙের!
পূজো করতে সবসময় ফুল যে লাগবেই এমনটা নয়,
মূর্তী দোলায় নিয়ে দেউল না গিয়েও দোলযাত্রা হয়।
মন চাইলে, চোখের জলেও কিন্তু দেবতার পূজা হয়।