STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy Inspirational

5  

Nityananda Banerjee

Classics Fantasy Inspirational

মহাশক্তি

মহাশক্তি

1 min
449

সব শক্তির উৎস তুমি ;

আলোক এবং তাপ,

তোমায় ঘিরে এ বিশ্বভূমি 

অনুভব করে চাপ ।

কত বিজ্ঞানী বিস্ময় চোখে 

তোমার বিষয়ে খোঁজে,

ভক্তি চিতে দ্যুলোকে ভূলোকে

তোমার চরণ পূজে ।

নির্বিকার তুমি হে দিবাকর 

মোহিত রেখেছ জনে,

কিছু কম নয় জ্ঞানগুণাকর

আছে বিজ্ঞানী মনে ।

মনে করি নাকো তোমারে 

তথাপি সর্ব শক্তিমান ,

তোমাপেক্ষা বেশী শক্তি ধরে

মানুষ জনের জ্ঞান ।

যার নিয়মে রেখেছ বেঁধে

গ্রহ তারকা চাঁদ,

কত আকাশগঙ্গা ফিরছে কেঁদে

তুমিতো বালির বাঁধ ।

পারো নাই প্রাণ সঞ্চারিতে

পৃথ্বি ব্যতীত অন্যে,

পারো না রক্ত সঞ্চালিতে

শুধু মানুষের জন্যে ?

সহ্যশীলা ধরণী মাতা যে

বইছে প্রাণের ভার,

পারনি তুমি গড়তে নিজে

নতুন পৃথিবী আর ।

আমরা মানুষ; দেবতা নইকো

তথাপি পূজি তোমায়,

তোমার বিহনে কেমনে রইবো

চলে গেলেই কোমায় !

সকল শক্তির উৎস তুমি

তপন তাপন দায়ক,

তোমার আলোক সজ্জা চুমি

হয়ে আছ মহানায়ক ।

*******************



Rate this content
Log in

Similar bengali poem from Classics