পরকীয়া
পরকীয়া
পরকীয়া করি অতি সাবধানে গোপনে ।
দেব দারু তলে হাতে দারু বলে
দোষ কি বা আর রোষ চারা বুকে রোপনে ,
কর পরকীয়া হৃদয় ভরিয়া ; তবে সাবধান গোপনে !
দ্বিতীয় কদম ফুটেছে বলিয়া,
প্রথমা তোমার যাবে না চলিয়া,
সমাজের ধারা পাগলের পারা দাবা পাশা খেলে যতনে,
অনামিকা থাক সোনায় মোড়া , মধ্যমায় রাখো রতনে ।
তবে সাবধান , যাহা কিছু কর , সকলি করিও গোপনে ।
ভাত মুড়ি রুটি খাও বেলা দু'টি
রেস্তোরাঁয় যেতে দোষ কি !
কখনো সখনো মনের পবনও
দমকা হলেই বা রোষ কি ?
অঙ্গ যদি জ্বলে রোদের অনলে ভিজতেই পারো জোছনে,
ঘরে ছেড়ে বা'র হওয়া অধিকার ফিরাইবে কা'র দোষণে ?
তবে সাবধান ! যাহা কিছু কর ; সকলি করিবে গোপনে ।