রাখী
রাখী


সেদিন চৈত্রমাস; যেন কেউ গাভীটি দুয়েছে,
পড়ে আছে পথ মাঝে রক্তের মৌন মিছিল ,
লাল, সাদা, হলুদের হোলি খেলে শরীর ধুয়েছে,
একমুখী রুদ্রাক্ষের মালাকানন হয়েছে শিথিল।
পিচ-কালো রাস্তায় যেতে যেতে দেখি কত হাঁস,
গাড়ির চাকার তলে পিষ্ট হয়ে যেন পড়ে আছে ,
ওরা সবাই মিছিলের ; পড়ে থাকা পলাশের লাশ,
নীরব বেদনার মাঝে বিপ্লব ধরা পড়ে পাছে !
শুন্যতার নিরজনে চোখ মেলে চেয়ে চেয়ে দেখি ,
কতটা আঘাত মেখে অনাদরে মাথা কুটে যারা ,
প্রেমের পলাশ বন প্রেম কথা করে লেখালেখি ,
তখনই হঠাৎ দেখা পড়ে থাকা এক ধ্রুবতারা।
জুলজুল চেয়ে রয় নিষ্প্রাণ কালো পিচ আঁখি ,
সাঁই সাঁই বয়ে যায় চৈতের ধূলামাখা হাওয়া ,
এ যে সেই বনলতা ! ভুল করে পরিয়েছে রাখী,
আমার কব্জির দাগে রোজ তার ছিল আসা যাওয়া ।
ভয় হয় জিজ্ঞাসিতে এখন কেমন আছো তুমি,
কোথা ছিলে এতদিন , কত রাত কাটালে একাকী ,
উত্তর পাইনি আজো ; যদিও সেই ঊষর বনভূমি ,
পলাশের লাশ কেটে এখনো যে করে দেয় খাঁকি ।