STORYMIRROR

Avishek Ghosh

Abstract

4  

Avishek Ghosh

Abstract

সূর্যে জ্বলা সাঁকোর পাশে

সূর্যে জ্বলা সাঁকোর পাশে

1 min
30K


সেদিনও তোমার মাটিতে সূর্য নেমে

নৌকাডুবি পার করছে, পাখির ক্ষেত


কাকতাড়ুয়ার নতুন জামায়, বর্ষদাগ

কে ফেলে গিয়েছে চটি? অথর্ব। বেদ।


জলের হাঁড়ী গড়িয়ে আসে শঙ্খদ্বীপে

আলপথে চাকার দাগে সন্ধ্যা নামে


কাছের ছায়ায় গাছ দেখি না,পাখিও

তাই,

রাত উড়ালে,শব্দ হয়,জানলা থামে।


আঙুল এখনও আগুণ জ্বালায়, ঝর্না খোলে

পাথর নিয়ে ঠাণ্ডা জড়ায়, ফেরায় হুস


পাহাড় পরে, সমুদ্র পারে, নামছে আবার

চাঁদ,

সড়ে যাচ্ছে যারা, তারা, সূর্যে জ্বলা সাঁকো


হাঁটতে লাগে না, খাটতে লাগে না, শুধু বলি,

স্বাভাবিক থাকো।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract