এক ফালি চাঁদ আর মৃত্যুর রং
এক ফালি চাঁদ আর মৃত্যুর রং


বরফে ম্যামথের দাঁতের চিহ্ন
কচি কচি ডালপালা বুকে
পাতা সরালেই
গভীর দগদগে জল।
চুলের সরসর শব্দে
উড়ে যায় কালো পেঁচাটি
রক্তের দাগ নিয়ে
ফেরে নিশি পাওয়া চাঁদ।
শামুকের বিষাদ সুরে
রাত জাগে জলে ডোবা 'বাঁশকাঠি'
কালো পর্দার টানে
ভাসে ম্যাডোনার শরীর।
খন্ড খন্ড মেঘ সরাতে সরাতে
এক ঝাঁক ধবল বক
ঊরূ সমান জলে
ব্রোঞ্জের দেবদাসী।
কালো কালো থ্যাবড়ে যাওয়া
বদ গন্ধে মিশে যায়
মিশরীয় মমি
এক ফালি চাঁদ আর মৃত্যুর রং কন্ডোমে।