নারী আর হলুদ ফুলের গুচ্ছ
নারী আর হলুদ ফুলের গুচ্ছ


কবরের পাশে এক নারী মতো নাম না জানা
হলুদ ফুল ফুটে আছে
নারীর সারা দেহের ঘ্রাণ মিশে আছে পাপড়িতে।
আজ নয় কবেকার কথা সেই নারীর মারা যাওয়া
যে দিন তার মৃত্যু হয় সেই দিন
সে খোঁপা ভরে নিয়ে ছিলো হলুদ ফুলের গুচ্ছ।
সন্ধ্যায় রাজধানীর কুখ্যাত মাঠে জলকাদায়
পড়ে ছিলো তার দেহ আর বৃন্তচ্যুত স্তন
দু ফোঁটা শিশির জমে ছিলো সকালের রোদে।