STORYMIRROR

Rudrasom Shee

Abstract Tragedy

5  

Rudrasom Shee

Abstract Tragedy

গোপন অভিমান

গোপন অভিমান

1 min
660


আজ আর কোনো কথা নেই,

সমস্ত কথা ফুরিয়ে গেছে তার,

অচেনা মানুষ তো এখন সে-ই 

আর যে নেই পুরানো অধিকার।


সেদিনটা মনে হয় এক অলীক স্বপ্ন

যখন হৃদয়ে ছিল এক দৃঢ় বিশ্বাস!

সেই জায়গাটা আজ অন্ধকারাচ্ছন্ন

হারিয়ে গিয়েছে সেই প্রগাঢ় আশ্বাস


সমস্ত দরকার, সমস্ত ভরসা,

সবই তো ছিল আমাকে ঘিরে

আর নেই এসবের বৃথা আশা,

তলিয়ে গেছে অবিশ্বাসের গভীরে


সে যে এক অভিমানী কান্না!

আছে এই মনটাকে জড়িয়ে,

আর ছিল কতরকমের বায়না

যা এখনো আছে হৃদয়ে ছড়িয়ে;


চুপিসারে, দূরত্ব তৈরি করে দিয়ে

যেন শোধ করছে সকল দেনা,

আজ তো আমি অপ্রয়োজনীয়

আর হয়ে গিয়েছি অল্প অচেনা।


আমার মনের সকল অনুভূতি

রয়ে যাবে যে আমারই অন্তরে;

থাকবে শুধুই সেগুলোর প্রাপ্তি

যা রাখবো অতি যত্ন সহকারে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract