STORYMIRROR

Rudrasom Shee

Abstract Tragedy Others

3  

Rudrasom Shee

Abstract Tragedy Others

আনমনা কথা

আনমনা কথা

1 min
162

আকাশ পারে দিগন্তের কোনে

         গোধূলির বাঁধ-ভাঙা,

ঘনিয়ে আসছে সন্ধ্যার প্রহর,

         দিগন্ত হয়েছে রাঙা;


সুরের দোলায় সুমধুর হলো

         বেখেয়ালী মনের গান,

ইচ্ছেতরী ভাসলো হৃদয়ে

         ঘুচবে দূরত্বের ব্যবধান।


দিগন্তের আকাশে কাটছে মেঘ

          আবছা শোকের ছায়া,

জয়-পরাজয়-ব্যর্থতার মাঝে   

          দূরত্ব বাড়িয়েছে মায়া।


বাঁধভাঙা অনুভূতির উচ্ছাস

          বাঁধতে চায় ভালোবাসার ঘর,

দেখা হবে, শুধু জানিনা কিভাবে

          যেন অপেক্ষার অনন্ত প্রহর।


উদাসী মনের চোরাগলিতে 

          দাগ কেটেছে শূন্যতা,

ব্যর্থ হৃদয়ের নাবিকই বোঝে

          একাকীত্ব রাতের বাস্তবতা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract