STORYMIRROR

Rudra Banerjee

Abstract

4  

Rudra Banerjee

Abstract

কিছু মনে করবেন না

কিছু মনে করবেন না

2 mins
17.3K


কেন যে মন ভাড়ি আপনার

কেন যে আপনার কষ্ট!

কেন তবু থমকে যাচ্ছেন

কেন নয় কিছু স্পষ্ট!

কেন গুগল খুঁজে দেয় না শান্তি

কেন বাড়ছে না জলদি টাকা!

কেন ভীড়েই জীবিকা আসে

কেন অন্তরটা ফাঁকা!

কিছু মনে করবেন না

এটা আপনারই চয়েস।

আপনার মন নির্দোষ

দোষী আপনার বয়েস।।

কিছু মনে করবেন না

গ্রহণযোগ্যতা খালি হুজুগ।

মনে একা লাগলেই হেসে ভাববেন

এটা সোশাল মিডিয়ার যুগ।।


কখনো সবুজ কখনো কমলা

কখনো আবার লাল।

কখনো প্রতিশ্রুতির চাদরে দিচ্ছে ঢেকে

কখনো তুলে নিচ্ছে ছাল।

কখনো ষড়যন্ত্রর একফাঁলি জমি

মিছিলে তরওয়াল বিতর্ক।

কখনো মরছে মানবিকতা খাদ্য বিকল্পে

আইনরক্ষী সদাই সতর্ক।

কখনো আরাধনায় কেউ হচ্ছে নামাজী

আজানে বাজছে কীর্তন ঢোল

এদিকে জ্বলছে কখনো গুজরাট, আসাম

কখনো জ্বলছে আসানসোল।

কিছু মনে করবেন না

এমনটা হয়েই থাকে।

কখনো অকাজের ঠেলায়

বা কখনো কাজের ফাঁকে।।

কিছু মনে করবেন না

আপনিও একই বাপের বাচ্চা।

মনে করলেই ভাববেন

সাঁরে জাহাঁ সে আচ্ছা।।


কেন ভাবছেন আপ

নি হেরে গেলেন

লড়ছে গোটা মনুষ্যত্ব

হেরে হেরেই জিতে যাওয়া যায়

এমনই বলছে সময়ের তত্ত্ব

চেষ্টার ম্যাচটা লড়ে যান

শেষ উইকেট হলেও নেই ক্ষতি

ম্যাচের ফলাফল যাই হোক না কেন

আপনার ভবিষ্যৎ উজ্জ্বল অতি

কিছু মনে করবেন না

জীবন মটেই সহজ নয়

কখনো হাটতে না পারলে

হামাগুড়িও দিতে হয়

কিছু মনে করবেন না

টিকে থাকার ইচ্ছে হোক যতই প্রবল।

মৃত্যুর শেষ ঝলকের আগে

বেচেঁ থাকাটাই আসল।।


কোথাও কেউ আছে ঠিকই

যে আপানারই মতো ভাবে।

হেটে চলে আকস্মিকতায়,

না জেনে কোথায় যাবে।

আপনার বুকে যখন প্রশ্নের সাগর

আর মনে আশংকার মহাপ্রলয়।

তখনও মেঘ জমছে কোথাও

তখনও বাড়ছে হিমালয়।

আপনার ব্যর্থতা বড় মনে হলেও

ব্যর্থ কোথাও কোন চেতনা।

শত আবেগেও যখন কালক্রমে

একটি জীবন বাঁচান যেত না।

কিছু মনে করবেন না

অনেক কিছু মনে হতেই পারে।

মুহূর্তবাদী চাওয়া পাওয়া এসে

ঠেকে যায় মনের রুদ্ধদ্বারে।।

কিছু মনে করবেন না

আত্মচেতনাই মনের মুখপাত্র।

ধীরেধীরে এগোন অল্পে,

এই বৃহৎ ব্রহ্মাণ্ডে আমরা মানুষ মাত্র।।


Rate this content
Log in