একটি শহর ও প্রেমপর্বের ইতিহাস
একটি শহর ও প্রেমপর্বের ইতিহাস


ক্ষনিকের হলেও ঘটনাবহুল আমাদের ইতিহাস -
দ্যাখো আজ সেসব স্মৃতিতে কেমন নিচ্ছি নিশ্বাস ||
উদ্ভূত হলো যবে থেকে sms-এ কথা বলা -
সেখান থেকেই শুরু আমাদের এ ইতিহাসের পথ চলা ||
শুরু হলো এখানে সেখানে অল্পস্বল্প দেখায় -
ধীরে ধীরে ছড়িয়ে পড়লো এ মায়াবী কলকাতায় ||
বন্ধুদের সাথে যাওয়া হস্তশিল্প মেলা -
সেদিন ছিল কত প্রবল অনুভূতির খেলা ||
কোচিং শেষে ওকে নিয়ে অটো-তে তুলে দাওয়া -
নির্দয় হাসিমুখে ওর হাত নেড়ে চলে যাওয়া ||
আমার জন্মদিন এ নোনা আলুভাজা দিয়ে ডেট -
আজও ধুলো জমেনি সেই crumbelicious-এর নেমপ্লেট ||
রয়ে যাওয়া অতিরিক্ত খাবার, ক্ষুদায় ক্ষুদার্ত কে দিয়ে দিলো
আর আমার হৃদয় কেড়ে নিয়ে, বুক গর্বে ভোরে দিলো ||
ওর বাড়ি হেটে যাওয়া ধর্মঘটের দিনে -
মনে আপন করে নাওয়া, ওকে ওর জন্মদিনে ||
ফেয়ারওয়েল অনুষ্ঠানে শাড়ি পড়া কালো সাদা পরী -
তাকালে চোখ ধাঁধায়, চোখের আড়ালও না করতে পারি ||
হাতে হাত রেখে বসে থাকা, গঙ্গার ঘাট -
আচম্বিতে দেখা হয়ে যাওয়া, সেই গড়িয়াহাট ||
বৃষ্টিতে ছাতার তোলে বসে দুজনে, সায়েন্সিটি-র মনোরেল –
দুজনেতে তখন দুজনেতে ডুবে, সময় করলো ব্রেক ফেল ||
ভিজে যাওয়া আদ্যপ্রান্ত, দুটি দেহ বর্ষাতে –
তার নাচের ক্লাস সেরে দুজন হেটে চলেছিল মেঘলা রাতে ||
লেকের ধরে সে রাস্তা ছিল সেদিন কত আবেগের প্রতক্ষদর্শী -
সঙ্গ দিয়েছিলো সে প্রেম ঘটিত রাতে প্রাকৃতিক পাড়াপড়সী ||
ক্ষমা চাইতে ওর পিছু পিছু চলে যাওয়া বারুইপুর -
অপ্রত্যাশিত বাড়ি ঢুকে আলাপচারিতায়, ক্ষমা হলো মঞ্জুর ||
হঠাৎ সে বাড়িতে দেখে আমায়, তার চোখ ছানাবড়া -
পরমুহূর্তেই হাসি, অজ্ঞাত পরিচয়ে কত গল্প করা ||
হঠাৎ বুকে চেপে ধরা অন্ধকার জীশান-এর মোর -
কম্বল গায়ে দুজনেতে দেখা কোনো এক ডিসেম্বর-এর ভোর ||
অবশেষে বলি সেই স্বপ্নের দিনগুলো -
মিশে যেতাম দুজন দুজনে যখন, কভু নাহি ভুলো ||
জমে উঠতো ওর উপস্থিতিতে গল্ফগ্রীণ এর থমথমে বাড়ি –
জড়িয়ে যেত তখন দুটি জড়ানো মন, ফেরারি ||
মিশে যেত অধর, মিশে যেত অবয়ব –
জানান দিতো এমনটা, এমন প্রেমেই সম্ভব ||
এই আমাদের প্রেমকাহিনী, এক শহরের ইতিহাস –
জানিনা সময় কোনো করলো শেষে তার এমন পরিহাস ||
আমাদের ইতিহাসের গ্রন্থ হতে পারে ছোট
তবে যদি পারো দেখি, তাই গড়ে ওঠো ||