মনের মিনা
মনের মিনা


শহরের পুরনো রাস্তায়,
গ্রামের ফাঁকায়, মাঠেঘাটে –
তোমার ছেঁড়া চিঠিগুলো,
এখনো কেউ কুড়োয়নি, মিনা!
তোমার অনুচ্চারিত শব্দের প্রতিদ্ধনি,
এখনো শোনা যায় নিশীথের নিঃশব্দে –
হ্যাঁ, আমি শুনতে পাই!
তুমি এখনো ছেড়ে যাওনি চলে,
আজও অজস্র ঠিকানায় বিরাজ করো|
তোমার পাঠানো ফানুস,
এখনো ভেসে আছে আকাশে;
দীপাবলির রাত যেন এখনও ফুরোয়নি!
তোমার ধরানো প্রদীপ,
জ্বালানো মোমবাতি পুড়ে গেছে ঠিকই;
ধোঁয়াটুকু রয়েছে দেওয়াল আঁকড়ে, মিনা!
ভেজা মাটি, আগাছার ক্ষেত,
এমনকি চারিদিকের সবুজ রঙে –
এখনো তোমার গায়ের গন্ধ পাই; হ্যাঁ গো!
তোমার দৃষ্টি আজও খুঁজে বেড়ায়,
কিছু-একটা; আমি জানিনা তা কি! কিন্তু,
এটুকু বুঝি তুমি ছিলে তারায়, আছো নক্ষত্রে;
এবং, থেকে যাবে কসমসে চিরকাল, মিনা!
#lovelanguage