সত্যিই ভালোবাসি
সত্যিই ভালোবাসি


জনতা বলেছিল এটা নিঃসন্দেহে পাগলামি,
তার মধ্যে কেউ বলেছিল ধরেছে প্রেম রোগে
অবশ্য আমি জানি এ রোগের কোনো নাম নেই,
কোনো ভালোবাসা নেই৷
প্রেমপত্র তো দূরের কথা
কোনো দিন ভুল করেও একটা টুকরো কাগজ জোটেনি ,
তার আবার প্রে…ম!
তবে কোন ঠিকানা হয়ত বা ছিল কোনো কালে
লায়লা -মজনু! রোমিও-জুলিয়েটদের মত
ঝাঁজে ভরা প্রেমে এখন হৃদয় জ্বালা করে
ঠিক যেন রাম মেশানো ককটেল ৷
আচ্ছা, যদি বলি সত্যিই ভালোবাসি।