স্নিগ্ধজিতা
স্নিগ্ধজিতা
স্নিগ্ধজিতা , বল তো কোথা' বনলতা থাকে ?
কোন মেয়েটি ইচ্ছে করে বেণীমাধব ডাকে ?
স্নিগ্ধজিতা ! চেনো না কি মালতী হাই স্কুল !
শুধাই কা'কে ! কেউ তো নেই; হয়ত আমার ভুল ।
হাজার মাইল পাড়ি দেওয়া চাট্টি কথা নয় ,
স্নিগ্ধজিতা ! তোমার সাথে কে কোন কথা কয় !
আমি ছাড়া আর কে আছে ! কইবে কিছু তোরে ,
বেণীমাধবও বেরিয়ে গেছে রাতের ট্রেনে ভোরে ।
আজও বুঝি জীবনানন্দ খোঁজেন বনলতায় !
ওই যে দেখি বেণীমাধব স্কুলের দিকেই যায় ।
বলবে না কি গোপন কথা বনলতার মত ,
আমি ছাড়া বকম বকম আর কে শোনে অত !
স্নিগ্ধজিতা ! তুমি না কি অজ গাঁয়েতে থাকো !
নিয়ন বাতির আলোয় নাকি মুখটি ঢেকে রাখো !
নিদাঘ বেলায় দীঘির জলে কর জলকেলি,
বাদল দিনের কালো ছায়ায় তুমি অলবেলি ।
কে না জানে রজনীগন্ধায় ভীষণ ভালোবাসো,
গোলাপফুলের কোমল গন্ধে মিষ্টি মধুর হাসো ।
বনলতা নও তুমি তাও ;পাইনি খুঁজে তোরে,
স্নিগ্ধজিতা পেলে দেখা বাঁধব বাহুর ডোরে।