STORYMIRROR

Dream TV

Romance

5  

Dream TV

Romance

হয় তো এসব সত্যি নয়

হয় তো এসব সত্যি নয়

1 min
519

হয় তো এসব সত্যি নয়

তবু যদি ঘর ছাড়ো

যদি ছাড়তে ইচ্ছে হয়

জানিয়ো-

সাত জনমের আকাঙ্ক্ষা নয়, 

নির্দোষ জিজ্ঞাসা মাত্র।


শুনেছি, ভালোবাসা ফিরে এলে

কোকিল ও ফিরে আসে শিমুলের ডালে

খৈফুল ঘুঘু ডাকে আড়ালে আবডালে

তারা বলে- ভালোবাসা পাপ নয়

ভালোবাসা হয়ে যায়, ভালোবাসা হয়

তার কাছে ফিরে যাও 

যাকে ভালবাসতে ইচ্ছে হয়।


আর কবে আসা হবে, মৌচাক ঠাসা হবে

হৃদয়ের কাছে বার বার ফিরে যাবে হৃদয়

হৃদয়ের কাছে বার বার পরাজিত হৃদয়

এটাই তো স্বাভাবিক! এটাই তো হয়!

কেন তবে সংশয়, কেন তবে নয়?

ফিরে যাও তার কাছে, যদি যেতে ইচ্ছে হয়।


সেই পোড়া কোকিলের গান শুনে শুনে

যদি বিভ্রান্ত হও,

তবে নিশ্চিত জেনো, 

এখনো প্রেম আছে মনে।


চাইলে উদ্ভ্রান্তের মত ঘর ছাড়তে পারো

তখন আমরা, গাছের পাতায় সংসার পাতবো,

সূর্যোদয় থেকে কিছু আলো

সূর্যাস্ত থেকে কিছু আলো

যা কিছু সুন্দর যা কিছু ভালো

দিন শেষে ঠোঁটে করে ফিরবো নাহয়,


এটাই তো স্বাভাবিক! এটাই তো হয়!

চোখের মায়ায় ধরা দেবে চোখ

বহু কালের তৃষ্ণা জমাট

চুম্বনে আলিঙ্গনে

প্রেমিক প্রেমিকার দেখাটা হউক।


विषय का मूल्यांकन करें
लॉग इन

Similar bengali poem from Romance