তোমার আমার ভবিষ্যৎ
তোমার আমার ভবিষ্যৎ


তোমার আমার গল্পগুলো যেমন আছে তেমনই থাক
জীবনের চলার পথে ধীরে ধীরে গল্প গুলো প্রাণ পাক ,
তোমাকে খুঁজে ফেরে আমার এই অশান্ত মন
তোমায় ভালোবাসায় আগলে রাখতে চায় সারাক্ষন।
তুমি আমি এভাবেই রয়ে যাবো জীবনের পথে
তুমি আমার আর আমি তোমার ভালোবাসার পাঠে,
আমাদের ভালোবাসার গল্পটা মুগ্ধময়
তোমাতেই আমার এই জীবন পূর্ণতা পায়।
আমাদের যেতে হবে বহুদূর হাতে হাত ধরে
আমরা বানাবো নতুন ঘর প্রেমের খেলাঘরে ,
আমাদের ভালোবাসা হয়ে উঠুক আমাদের অহংকার
জীবনের স্বপ্নগুলো পূর্ণ হোক আমার আর তোমার।
ভালোবাসার গল্প জানি এভাবেই সুন্দর হয়
জীবনের পথে তাই নতুন করে ভালোবাসতে মন চায় ,
ভালোবাসা চলার পথে একটা লড়াই
ভালোবাসাকে হৃদয় মাঝে অনুভব করতে চাই ।
তোমাকে ভালোবাসবো আমি চিরকাল এভাবে
তোমাকে নিয়ে এগিয়ে যাবো আগামী দিনের পথে ,
আমি জানি তুমি থাকবে পাশে আজীবন আমার
মনের ইচ্ছে পূর্ণ হোক আগামীর গল্পেতে তোমার ....................