প্রাণের দোসর
প্রাণের দোসর


ওগো আমার প্রাণের দোসর প্রাণসখা
প্রণয় বন্ধনে হৃদয় সনে হৃদয় পড়েছে বাঁধা
তোমার লাগি দেখেছি স্বপন,গড়িব সুখের বাসা
প্রেমের রঙে রাঙিয়ে দেবে এইটুকু আশা।
হবে এক লাল,নীল স্বপ্ন ভরা ভালোবাসার ঘর
মিলনে ব্যাকুল দুটি মন আর থাকবেনা যাযাবর
আসবে তুমি নিয়ে একগুচ্ছ গোলাপের ডালি
সেই দিনের অপেক্ষায় আমি রোজ প্রহর গুনি।