যদি......
যদি......


যদি তুমি নীরবতা ভালোবাসো-
শান্ত সমুদ্রের গভীরতার নীরবতা
নীল আকাশের বিশালতার নীরবতা,
যদি তুমি বৃষ্টি ভালোবাসো-
শ্রাবণের মেঘের মন খারাপ করা বৃষ্টি,
অঝোর ধারায় ঝরতে থাকা বৃষ্টি,
যদি রোজ স্বপ্নে আসতে পারো
শেষরাতে জেগে ভাবতে বাধ্য করো,
তবেই তোমাকে ভালোবাসি।
যদি একটা মুহুর্ত তৈরি করতে পারো
মায়াভরা একটা ক্ষণ, অতুলনীয় মায়ার,
যদি ক্লান্ত দুপুরের অলস ভাবনায় আসতে পারো
যদি হতে পারো অলক্ষ্যে গেয়ে যাওয়া প্রিয় সুর
তবে হেঁটে যেতে পারি দূর হতে দূর - বহুদূর।
যদি হতে পারো সীমাহীন অপেক্ষার শেষ ইচ্ছা
অনুভবের অন্তহীন অনুভূতি
অগোছালো অবিন্যস্ত কবিতার প্রতিটি লাইন
তবেই তোমাকে ভালোবাসি।