মুগ্ধতা
মুগ্ধতা
1 min
493
তোর হাসিতে শত বসন্ত আসে
এ পাষাণ শহরের বুকে।
শত মুগ্ধতা জরিয়ে ধরে আমাকে।
যানযট , সিনবোর্ড, জানালার বন্ধ কপাট,
জনসমুদ্র ভেসে যাওয়া নিউমার্কেট কিংবা গরিয়াহাট।
একা হয়ে ভাবে শুধু তোকে নিয়ে।
হাজার ব্যাস্ততায়, করি তোকে অনুভব এ হৃদয়ে।
আকাশে তলায় , শহরটা পরলে ঘুমিয়ে,
সব কথা ঢাকে নীরবতা।
জেগে থাকে তখন তোকে নিয়ে দেখা কিছু স্বপ্ন
আর অনেক অনেক মুগ্ধতা।