শেষ অবধি
শেষ অবধি


এমনি বিকেল ছিল সেদিনটাতেও
বৃষ্টি নামল হঠাৎ কাব্যি ক'রে,
আমিও এক পা দু পা এগিয়ে গিয়ে
মাখলাম মাটির গন্ধ, হৃদয় ভ'রে।
ছেলেটাও দেখল আমায় পশলা দুয়েক,
আগুনে কাঠ গ'লে যায় জানত কে আর!
হাতে তার যেই না আমি হাত রেখেছি,
আকাশের প্রান্তে চমক বিজলিওয়ালার।
আবারও যুদ্ধ হবে,ভাঙবে নগর,
আবারও টুকরো চাঁদে ভাসবে বাড়ি;
যুগ যুগ পেরিয়ে গেছে,হে মতলবি,
তোমার ওই হৃদয়খণ্ড পড়তে পারি।
পায়ে জল ছলাৎ ছলাৎ,হিসেব উধাও,
পেরিয়ে যাচ্ছি দুজন শহরনদী,
বছরে একটিবারই বর্ষা আসে,
এবারের বর্ষা চলবে শেষ অবধি।