মুখোমুখি
মুখোমুখি


মহাশূন্যের শেষ এজলাসে আজ মুখোমুখি,
আমি আর আমার অনন্তের উত্তরসূরি।
অভিযোগের দলিল,
সময় চক্রের পাকদন্ডীর মতোই, অন্তহীন।
লাল, সবুজ, সাদা, কালো, রঙের হট্টমেলায়,
আজ ওরা বর্ণান্ধ।
বৃত্তের পূর্ণতা, শক্তি মাপার কাটাকুটি খেলায়,
এখন অস্তিত্বহীন এক নিরাকার।
ঘর ভাঙার পথের লড়াই শেষ আজ,
প্রাপ্তি, আবার লড়তে চাওয়ার এক টুকরো মরীচিকা।
ধ্বনিহীন আর্তনাদে ওদের রং মুছে ফেলার,
এক অদ্ভুত জেদের জিহাদ।
তবুও রক্তের রং,
আজও প্রতিবাদের পতাকার চেয়েও বেশি লাল,
আর স্বপ্ন দেখার অধিকারের দাবি ,
একমুঠো বাঁচার চেয়েও অনেক দামি।