Arijit Ojha

Abstract Inspirational

5.0  

Arijit Ojha

Abstract Inspirational

রূপকথা নয়

রূপকথা নয়

1 min
433


সে যে দেশ এক, ছিল ভালো মজার,

শান্তিপ্রিয় রাজা সেথায়, পেয়াদা মাত্র কয়েক হাজার। 

রাজার বাণী সত্য বচন, মিথ্যে মিছেই খোঁজা,

লড়তে যদি তবুও চাও, হতেই পারে সাজা। 

সেথা রঙের নিয়ম বড্ড কড়া, আইন দিয়ে বাঁধা,

হাজার প্যাঁচের নিয়ম সেসব, বোঝাই বিষম ধাঁদা।

রাজার মন্ত্রী বেজায় সরেস, ট্যাঁকে সদাই বাঁধা মোহর,

যুদ্ধে যেতেন কড়ির জোরে, নেইকো সেনার বহর। 

সেথা ঝান্ডা মানেই রাজার ধ্বজা, অন্য কিছু অন্যায়,

বিপ্লব সেথা মারণরোগ, ওষুধ মগজধোলাই। 

পেটের খিদে, মিথ্যে হুজুগ, রাজদ্রোহের লক্ষন,

বাঁচার জন্য রাজার পথ্য, ধর্মে ছেচা পাচন। 

হাসছো তুমি ? ভাবছো আমি ভয় দেখাচ্ছি মিছে,

রূপকথার দেশ এমন, সত্যি কোথাও আছে ?

হঠাৎ যদি, ঘুম ভেঙে যায়, আর সত্যি হয়ে যাই গল্প,

বাঁচার লড়াই হবে তখন ভীষণ দামি, আর স্বপ্ন দেখার অল্প। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract