ফাগুন রাঙা প্রেম
ফাগুন রাঙা প্রেম


তখন পলাশ, রাঙা আগুনে,সূর্য তোরণ ছুঁয়ে ,
তোমার চোখে,বুনেছে স্বপ্ন, আমার মনের ফাগুন নিয়ে।
তখন ভাবনা মনে, পথ হারনো, শেষ বিকেলের আলো,
ঝরা পাতার, সুরে বেঁধেছে,মনের গোপন কথাগুলো।
তখন তোমার রঙে, রং মিলিয়ে, উড়িয়ে দিলেম আবীর,
উতাল হাওয়ায়, গোলাপ বুকে, স্বপ্ন দেখি গভীর।
তখন স্তব্ধ সময়, নীল আকাশে, মেঘ বালিকার ডাকে,
তোমার চোখের, কাজল ছুঁয়ে, স্মৃতির পটে আঁকে।
তখন দিনের শেষে, খুঁজেছি আমায়, তোমার বাহুডোরে,
মায়ার তারে, তাই গান বেঁধেছি, ইমন রাগের সুরে।