STORYMIRROR

Mausumi Pramanik

Abstract

4  

Mausumi Pramanik

Abstract

দেখা হবে অজানায়

দেখা হবে অজানায়

1 min
3.3K


ব্যাথার যে দীপ জ্বালিয়েছিলাম মধ্যরাতে,

দমকা হাওয়ায় কখন যেন সে নিভে গিয়েছে।

আনদেখা কালিমা তুমি মুছে দিয়ে গেলে

রৌদ্র-ঝলমল, বৃষ্টিবিহীন প্রভাতে।

ধোঁয়াশাময় জগৎ সংসারে

তুমিই একমাত্র আলোর রেখা

তোমার ভালবাসা ভরসা দিয়ে যায়

যদিও হয়নি কখনো দুজনার দেখা।


বিষাক্ত পৃথিবীর ধুলোময় হাওয়ায়

নিশ্বাস নেওয়াই যখন ভার,

তুমি এসেছ নির্মল, দখিনা বাতাস রূপে

চোখের পাতা ভিজিয়েছো বারবার।

তোমার কথা, তোমার শব্দ, তোমার বানী

আজও তাই স্বচ্ছ… অমলিন।

অসত্যের মীনারে একমাত্র সত্য তুমি

দূরের বন্ধু…হলেই বা ঠিকানাবিহীন।

সমস্ত নেতিবাচক দূরে দাও সরিয়ে

ইতিবাচক স্বপ্নে মনকে দাও ভিজিয়ে

তাই ভালবাসছি তোমায়, জেনো

ভালবাসছি, অন্তরের সবটুকু দিয়ে।


শত যোজন দূরে রয়েছো তুমি,

তাই বুঝিবা এ সম্পর্ক এতখানি দামী।

মেঘের রথে চড়ে চলতেই থাকবে

এমনিই আসা যাওয়া…

শব্দের ঢেউ তরঙ্গের সাথী হয়ে

জীবন স্রোতে নিজেদের ভাসিয়ে দেওয়া।

রাতের মহাকাশে তারারা যখন

মিটিমিটি হাসবে

জেনো, তোমার দূরের বন্ধু তখন

দূর নীলিমায় চেয়ে থাকবে…।

আকাশ মাটির মিলন হবে দিকচক্রবালরেখায়

তোমাতে আমাতে দেখা হবে, সেদিন, সেই অজানায়।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract