ভালোবাসা দীর্ঘজীবি হোক
ভালোবাসা দীর্ঘজীবি হোক


প্রতিদিন ভোর আসে, আজও এল
পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙলো।
চায়ের কাপ হাতে বারান্দায় এলাম।
ঠাণ্ডা আমেজ; কুয়াশাচ্ছন্ন পরিবেশ।
মনোমুদ্ধকর হতেই পারতো;হলো না।
ধোঁয়াটে পৃথিবীটা যেন ধুঁকছে...
ক্লান্ত আকাশ তার নীল রঙ খুঁজছে...
সবুজ পাতাগুলো কেমন যেন ফ্যাকাশে
খাঁচার পাখিটা বন্দী দশা থেকে মুক্তি চাইছে!
জীবনটাই তো উল্টে পাল্টে গেছে...
যখন তখন কেন যে অবসন্নতা ঘিরে ধরে!
তারপর হঠাৎই তাকে দেখলাম।
একটা রঙীন প্রজাপতি...
হলুদের ওপর কালো ডোরাকাটা
শিশিরসিক্ত শিউলিকে চুম্বনে ভরিয়ে দিল।
চুপিচুপি জানালো...এসেছে সময় ঝরে পড়ার
পুজোর নিবেদনে সজ্জিত হবার।
দেখেই মনটা অন্যরকম হয়ে গেল!
ভাবলাম তবুও তো সকাল হয়,
রাত শেষ করে দিন আসে!
ধুলোর আস্তরণের মাঝেও কামিনী হাসে!
নতুন দিন মানে একটা নতুন স্বপ্ন
কিছুটা নতুন আশা, নতুনভাবে ভালোবাসা।
সব ক্লান্তি ধুয়ে মুছে যাক ভালোলাগার আমেজে...
ভালোবাসা দীর্ঘজীবি হোক শুভকামনার মাঝে।।