STORYMIRROR

Mausumi Pramanik

Classics

3  

Mausumi Pramanik

Classics

আমি নদী হতে চাই

আমি নদী হতে চাই

1 min
1.0K

আকাশ হতে চাই না আমি,

নদী হতে চাই

পাগল-পারায়, আপন বেগে

অটল থাকতে চাই

সূর্যের রঙে আবির খেলব

জোৎস্না রাতে ঝিকমিক করব

মিটিমিটি তারার খোঁজে

আয়না হয়ে ধরা দেব

স্বচ্ছ্ব, নির্মল আর পবিত্রতার সঙ্গমে

আমি শুধু নদীই হতে চাই।।

 

ঝোরা হয়ে নামব যখন,

নুড়ি, পাথর সঙ্গী তখন

মালভূমিতে ধীরে গমন

শেওলা, সবুজ পথের বাঁধন,

তবুও বয়েই যেতে চাই।

আমি নদীই হতে চাই।।

 

এক কূল যদি ভাঙি

আর এক কূল গড়বো

প্রেম, গাঁথা, ইতিহাস আর

ভগ্নস্তুপের সাক্ষী হয়ে রইব

নীল সমুদ্র ডাকে আমায়,

আকাশ তবু নয়,

সাদা বক আর মাছরাঙাদের

খাদ্য দিতে চাই;

 আমি নদীই হতে চাই।।

 

সাগরের বুকে হব বিলীন

সেই বিধাতার লিখন, জেনো...

আকাশ শুধুই প্রতিচ্ছবি

তার চেয়ে বেশি তো কিছুই নয়

 একেই পরম সত্য, মেনো।।

তুমি বরং সাগর হয়ো,

তবুও আকাশ হয়ো না,

ধুসর পর্বত হয়ে কুয়াশার মাঝে

আমায় হারিয়ে ফেলো না।

প্রেম, আবেগ, ভালোবাসার

চেয়ে বড় কিছুই তো নাই

ঐশ্বর্য্যের গভীরতায় ধনী তুমি, তাই

তোমাতেই বিলীন হতে চাই

আমি তোমার, শুধুই তোমার নদীই হতে চাই।। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics