STORYMIRROR

Mausumi Pramanik

Romance

2.5  

Mausumi Pramanik

Romance

ভালোবাসি তোমায়

ভালোবাসি তোমায়

1 min
1.1K


কাল সকালে হঠাৎ যদি,

মরণের সাথে সহবাস করি

তপ্ত আগুনে জ্বালিও না...

মাটির নীচে কবর দিও

আর সেই মাটিতে শুধু

একটি কাঠচাঁপা গাছ লাগিও।

সামান্য যত্নে সে গাছ বড় হবে

ফুল ফুটবে থোকায় থোকায়

সাদায় হলুদ মেশানো রঙ...

আসা যাওয়ার পথে পড়ে থাকবে

ঝরে যাওয়া বকুলের মতো!

দেখে থমকে দাঁড়িও নাহয় কিছুক্ষণ।

কুড়িয়ে নিও দু একটা ফুল সযত্নে

দেখো...সুগন্ধি ছড়িয়ে তারা বলবে

"ভালোবাসি তোমায়...!"

কতবার তো বলেছি সেকথা আমিও

নাম ধরে ডেকেছি তো কতবার...

আর্ত চিৎকার করেছে আমার অন্তর

তবু তুমি শুনতে পাও নি সে চাপা কান্না।

তোমার হৃদয় স্পর্শ করেনি সে অনুভব।

তাই অবহেলায় মাটি চাপা পড়ে থাকনা

আমার নশ্বর দেহ...আমার প্রেম

আমার সঙ্গেই শেষ হয়ে যাকনা

আমার যতো কাহিনী গল্প কবিতা

শুধুমাত্র বেঁচে থাক...অন্তস্থিত দুটি কথা

"......ভালোবাসি তোমায়..."


Rate this content
Log in

Similar bengali poem from Romance