তোর প্রেমে
তোর প্রেমে

1 min

1.7K
আঁখি তে আঁখি তে রাখি তোরে,তবু দিলি ফাঁকি
করিস ছলনা তবু আমি তোর কথাতেই ভুলি
হৃদয়ের ক্যানভাসে কেবল তোর নামেরই ছবি
বুঝিনা কেন সারাবেলা তোর প্রতীক্ষাই করি।
জানি তুই হৃদয় হরণ,করেছিস এ মন চুরি
তবু কেন আমার সনে খেলিস লুকোচুরি
আমার মনন জুড়ে শুধুই তোর উপস্থিতি
তোর অনুরাগের ছোঁয়ায় আমি হব অনুরাগী।