আনমনে
আনমনে
পাতা ঝরার কোনো এক বিকেল বেলায়,
রবির আলো যখন দূর আকাশে লুকোয়,
এক টুকরো শুভ্র মেঘের দল হঠাৎ থমকে চায়,
ঝিকিমিকি তারারা আঁধারের পথ সাজায়,
কোনো এক পথের ধারে মিঠে সুর তুলে,
গেয়েছিলে আনমনে একখানি গান!
সে গান বেজেছিল আমার হৃদয় বীণায়,
গাঁথা হয় নাই তা কেবল সুরের মূর্ছনায়।