STORYMIRROR

মেঘ বালিকা

Abstract

4  

মেঘ বালিকা

Abstract

চাহিদা

চাহিদা

1 min
1.7K


অতীতগুলো সামনে এলে রাগ হয় খুব 

প্রাক্তনরা তবু থেকে যায় মাঝে

মাঝেমধ্যে নানাপ্রসঙ্গে উঠলে তাদের কথা 

বুঝি কারো মনে বিষাদের সুর বাজে ।

আসলে প্রেমে পড়াটা হয়ত সহজ 

প্রেম করাটাও তেমন কঠিন নয়,

তবু দিনে রাতে আগলে রাখতে পারা 

সবকিছুর থেকেও কঠিন নির্দ্বিধায়। 


ক্ষনিকের নাকি চিরদিনের প্রেডিক্ট করা কঠিন 

জন্ম -মৃত্যু টাও তো অনিশ্চিত -

বন্ধু নাকি চিরন্তন , কিছু হারানোর নেই তাতে 

 বেশি হিসেব না করাই উচিত। 

বিরিয়ানি টা রোজ জুটত যদি 

একঘেয়ে হত নিশ্চয়ই সেটাও ..

সাদা ভাতের খোঁজে চঞ্

চল হত মন 

বলত আগে 'বেসিক নিডস্' মেটাও!

প্রয়োজন কোনটা আর কোনটা বিলাসিতা

তফাত জানতে চাই বুঝদার মন।


অবসরে অ্যালবাম ঘেঁটে অতীত সামনে এলেও 

"চেয়ে দেখো আমায়", বলে আজকের গৃহকোণ!

সাদাকালোয় কিছু স্মৃতি হঠাৎ কবিতা পেলেও 

সাতরঙে গড়া বাস্তব ছবি চোখের ক্যানভাসে ,

আসলে একমাত্র ছবি হয়ে যায় তারাই 

যারা বেশিদিন থাকতে পারেনি পাশে। 

প্রেম টেম সব মারো গুলি 

প্রয়োজন শুধু নিজের করে ভালোবাসাটাই খালি-

শান্তি খুঁজে পৃথক পৃথিবী গড়ো ..

প্রতিদিন একটু করে সার-জল দিয়ে যত্ন করলে তাকে ,

হবে একদিন বটগাছের মত বড়। 



Rate this content
Log in

More bengali poem from মেঘ বালিকা