STORYMIRROR

Bapiruddin Shaikh

Abstract

4.6  

Bapiruddin Shaikh

Abstract

শরতের শোভা

শরতের শোভা

1 min
748


    

        

কখন‌ও পবন,কখন‌ও বাদল, 

        কখন‌ও রৌদ্রের খেলা। 

কখন‌ও শারদা, কখন‌ও দেওয়ালী, 

          কখন‌ও লক্ষীর মেলা।

 গুল্মতে পাকে বাতাবীলেবু,

           বৃক্ষে পেয়ারা, নিম। 

 দিবসে পরে রৌদ্র, অম্বু ,

           রাত্রিতে পরে হিম। 

পুকুরেতে ভাস

ে পদ্ম শালুক, 

         ডোবাতে সোনালী আঁশ। 

প্রান্তরে থাকে সোনালী আউশ,

          কাননে শিউলি কাশ। 

কোথাও পাকে ডুমুরের ফল,

           কোথাও তালের গন্ধ। 

স্কুল কলেজের গেট গুলো সব,

            পুজোর ছুটিই বন্ধ। 

   গগনেতে সুন্দর জ্যোৎস্নার আভা। 

   তার চেয়ে সুন্দর শরতের শোভা। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract