নারী
নারী


তুলিতে কোনো রং নেই আজ
সাদা ক্যানভাসে রঙহীন আঁচড়ে
শুধু কিছু ভাষাহীন রূপটান
একটা পূর্ণ অবয়ব ধরা দিয়েছিল ক্যানভাসে
নারীমুখ কিছু বিমূর্ত অঙ্গপ্রত্যঙ্গ
আয়ত চোখের হলুদ দহনে
বঙ্কিমতা আরো গাঢ় হয়
অশ্রুরং নদী প্রবল আক্রোশে
ছুঁড়ে দেয় প্যালেট
অনন্ত রক্তক্ষরণে রক্তকরবী গড়া হল না
থেমে গেল তুলি বুকের কাছে এসে
অথচ নীলাম্বরির আঁচল ঘিরে
নীলরং কষ্টগুলোয় স্বপ্ন ছিল
সবুজ বিরহে গাঁথা ছিল কিছু কারুকার্য
সরলরেখায় ধরা দিলে না তুমি
নারী