STORYMIRROR

Runa Bandyopadhyay

Abstract

3  

Runa Bandyopadhyay

Abstract

আমি ও তুমি

আমি ও তুমি

1 min
1.1K


এখন হিমপ্রহর

বরফের সাদা চিৎকার,

উষ্ণতার ডেকোরেশান এখন ব্যক্তিগত

শীত ও শান্তি শরীর বিনিময় করছে নিঃশব্দে!


গেরুয়া গোধূলি এলে রূপকথা মনে পড়ে,

নিয়ন্ত্রণের বাইরে তোমাকে নিরাপত্তা দেব,            

ত্যাগের সোহাগি চোখ

কথামালা হয়েছিল,

অতীত এখন!


বরফের অন্যপাশে লাশ হয়ে আছে সবুজের সারি...

নস্টালজিয়ার চাকায় সজীব প্রতীক ঘোরে,

বেঘোরে অশোক না গহরজান,

বুঝিনি কোনোদিন,

আমি শিকার বুঝি

ডিফেন্সের পরিকল্পনা

অনুশাসন।


তুমি চ্যালেঞ্জ নিলেই

চিহ্নিত বিপজ্জনক,

তোমাকে মুঠির মধ্যে রেখে...

রূপকথা শোনাবো রোজ;

লিটিল মারমেড,

লালকমল,

নীলকমল।


প্রতিবাদ খুব ছোঁয়াচে!

জানো?

হাসির মত,

হাতের নাগালে তাই,

নিয়মের ভ্যাকসিন,

কানুনের কানামাছি,

কখন কোনটা লাগে বলা কি যায়?


আমার তর্জনীতে তোমার আঙুলের সুতো,

পুতুলনাচের ইতি নেই,

শুধু কিছু কথা দেয়ালে দেয়ালে....


যৌন বিবর্তনের প্রতিটা বাঁকে ক্লোজ্‌ড সার্কিট,

তোমার চোখ থেকে আমার চোখের গোপন দূরত্বে।

তুমি যতটা ব্যক্তিগত,

অনুরোধের আসরে,

প্রতিষ্ঠানের মঞ্চে

হরিবোলে!!


Rate this content
Log in