STORYMIRROR

Runa Bandyopadhyay

Others

3  

Runa Bandyopadhyay

Others

কামায়ণ

কামায়ণ

1 min
724


লোহা থেকে গড়ানো লোহ

জিয়োনো লবণহ্রদ,

হৃদি জমে এল তোমার হিমঘরে---

বুকপকেটের অঙ্কগুলো সিঁড়ি

ভেঙে ভেঙে উঠে গেল গলনাঙ্কেl


কামারশালা কাহিনী গড়িয়ে

অজস্র মেগাওয়াট,

শক্তিরাও অবুঝ মানছে নিত্যতা সূত্রে।

স্বেদাক্ত নদী সাগর হতে হতে        

জিইয়ে রাখছে এই মিউজিয়াম যাপন!


লোভাতুর সন্দেশ- সংসদের ধাতুরূপ উচ্ছ্বাস থেকে গড়িয়ে নামছে ওহে চাষি ওহে কুমোর ওহে কামার...ওহে... ওহে... ওহে...

class="ql-align-justify">          

কাগুজে বিভ্রম- শিকড় হারানো বোধ যে কোনো মাত্রাযোগ হাওয়ার হালকা চাল উড়ানভ্রমে হয়রানি

 

তোমাকে কেন্দ্রে রেখে

স্লোগানচর্চিত এই অধিকার    

মিছিলের ধুন         

মৌ এর গুনগুন

তোমার বুড়ো আঙুলে টিপসই নিয়ে

দারুমর্মর কুরসি

হাঁটছে বিবাদী


নিবিড় নেহাইতে পেটা কামায়ণ

চেনাছক

ভঙুর হয়ে এলো লোহিতলহর


Rate this content
Log in