টুইংকিল টুর্নামেন্ট
টুইংকিল টুর্নামেন্ট


অন্ধকারের সমস্ত সর্বনাম
ফুটে উঠছে ক্ষুধার্ত গ্লোবের,
এপারে...
ওপারে...
আত্মহত্যার লিরিক লেখা তুলো-ক্ষেতে,
শুয়ে আছে স্বপ্নভাঙা পৃথিবীর উড়ন্ত শিমুল!
তবু নিরন্তর বেজে চলেছে টুর্নামেন্টের ঘুঙুর;
সমান্তরালে রাখা আয়না,
অনন্ত লিখছে,
কার্বন প্রতিযোগিতার ন্যাংটো বাজারে...
তবু দেখো ধ্বস্ত পৃথিবীর পোয়াতি পেট ফাটিয়ে
কেমন উড়ে যাচ্ছে উল্লাসখোর দর্শক....
ক্রিকেটবাজের প্রেমলেখা প্রবেশপত্র খুলে রাখছে,
দশমাস দশদিনের গোদভরা পৃথিবী,
বিষাদমুখীর ভাগ্যনির্ণয় খেলা,
খুলে রাখছে নিয়মাবলি,
পার্থিব যা কিছু লেনদেন
তার গোড়াতেও নিপাট হাসির বিজ্ঞপ্তি!
হোর্ডিং লিখছে টুইংকিল টুর্নামেন্ট
তুমুল আলাদিন,
প্রদীপ ধাঁধানো চোখ
জিরো বা ছক্কা
স্লো-মোশানে মজা-হি-মজা প্রতিযোগিতা!