STORYMIRROR

Runa Bandyopadhyay

Others

4  

Runa Bandyopadhyay

Others

তৃতীয় এপিসোড

তৃতীয় এপিসোড

1 min
1.1K


যৌবনগাঁঁথার মাইলস্টোনে হাঁপ ধরে এলে

ত্রিকোণমিতির তৃতীয় এপিসোড, অপার চালশে মহিমা!


চশমা হারালে কুহেলিকা ডাকে সব মুখ,

চিবুকের পালতোলা রোদে গেরুয়া স্মৃতি

সন্ধে ফুরোনো চোখে কেদারের ধুন

গোপন রাখে গান্ধারে নামা দীর্ঘশ্বাস!


ডিজিটালবেলা সিন্থেসাইজড বিটে পা মেলালে পিয়ানো-সন্ধ্যা স্মরণসভা ডাকে।

ডাকের ভেতর পুরোনো সেই দিনের কথা। কথার গায়ে,

- আলতো আঙুল

- পুরোনো বাহুডোর

- ধুলোপড়া পিয়ানো রিড.....


অন্ধবিন্দ

ুর হারানো প্রতিবিম্বে ফোঁটা ফোঁটা অপত্যস্নেহ

জবাকুসুমের গল্প শোনায় ব্লন্ডির ঋতুমাফিক রঙমহলকে,

মনক্রোম আলব্যামে তখন মেঘমর্মর চুল

টুপ! টুপ!


কার্টিলেজ ক্ষয়ে যাওয়া হাঁটুতে লতিয়ে উঠছে বিষণ্ণ সন্ধ্যা।

সময়ের কোষে কোষে সাজানো জিনোম রহস্য শীতগন্ধের গল্প বলে।

শব্দ আর অক্ষরে পালটে নেওয়া পাঠ্যসূচি

কোমল মধ্যমের প্রলেপ লাগায় বলিরেখার গায়ে,


প্রেসবায়োপিক করিডোরে হাত রেখে,

বয়ঃসন্ধির বসন্তবৌরি;

হেসে উঠলেই,

যামিনী পাখিরা ভোর ডেকে ওঠে,

শূণ‍্য‍ পুরাণ গাঁথা ফুসফুসে।


Rate this content
Log in