লিখতে বসে কোথাও যেন মাটির গন্ধ পেলাম—
সেথায়ই নজরুল-শিশির-সুনীল...
যারা ভুলিয়েছে তোকে আমার মাতৃভাষা, তারা কি ভুলিবে এই বিশ্বকেও?
অবহেলা শুধু দাগ হয়ে কারো বিঁধেছিল অস্ফুটে....
তোমার স্বপ্নেই যুগিয়ে গেছি আলোর ইন্ধন...
শুনে আঁকবে যে কেউ ছায়াপথ অবিরাম...