বাংলা ভাষা
বাংলা ভাষা
1 min
2.2K
কী আছে বলো ভাষায় আমার ,
যা নেই আর কারুর ?
যার প্রেমেতে বলিদানও সই
কিছু তো আছে জরুর ।
কেমন মিষ্টি ভাষা আমার -
বলো না ভাই বলো ,
কেমন তাতে মাণিক আছে -
আমায় সবাই বলো ।
তোমরা বললে মা ডাক থেকে
প্রথম মনের ভাবনা ,
সহজেই সব বলতে পারা যায় ,
ভাষা এমন পাবো না ।
বললে তোমরা ঠাকুর যেথায়
রবি হয়ে জ্বলে ,
সেথায়ই নজরুল-শিশির-সুনীল
একই সাথে চলে ।
এসব শুনে বুঝি এ ভাষা যেন অমূল্য ,
আমার বাংলা এমন ভাষা যেন অতুল্য ।