মনকেমনের গান
মনকেমনের গান

1 min

270
তারপরে একরাশ গোলমেলে বাতাসের
আনাগোনা বেড়ে যায় খুব ,
আমাদের মনখানা পাথরের ফুটবল
দুঃখের নীলে দেয় ডুব ।
মনে আর থাকে না কাগজের বুকটুকু
হয়ে যায় পাহাড়ের খাদ ,
গিলে খায় সন্ধ্যেরা ভয়ার্ত আঁচড়ে ,
নাগপাশে ধরে অবসাদ ।
একলাফে খুংসুটি মরে যায় দম বুজে ,
হয়ে যাই পিশাচের দোস্ত ,
আলগোছে খেয়ে ফেলি অনায়াসে আমরা
ঝালনোনা মানবতা গোস্ত ।