গোলাপ
গোলাপ


আমি শহরে তোমার এসেছি
আবার গোলাপ দুহাতে নিয়ে ,
আবদারে ফের কাঁটায় আঙুল লেগে ,
অবোধ রক্ত গড়িয়ে পড়েছে
বেয়ারা প্রেম উঠেছে জেগে ।
আমি তোমার বাগানে আরও একবার
গোলাপ বসাবো বলে ,
অর্ধমুদিত চোখের কোলে
নেমেছে আবার একঘেঁয়ে সেই স্বপন ;
নতুন সূর্যে গিয়েছি ডুবে ,
আবার আদর লেগেছে পূবে
অনাদরে যে মাটি শুকিয়ে গিয়েছে
তায় আদরের বীজ বপন ...
না না এমন আক্কেল হয়নি আমার ,
ভাববো নিজেকে খেলনা তোমার ;
তোমার খেলা অজানা সে এক রকম ,
আমার গোলাপে শিশির জমে না ,
মনের পাঁচিলে পায়রারা শুধু করে বকম বকম ।
আমি আবার এসেছি উত্তর খুঁজে
তোমার রঙের দক্ষিণে ,
অপলক চোখে বোকা ফাল্গুন ,
বেবুনিয়াদি প্রেম মরশুম ;
অবোধের মত কাটা হাতে গোলাপ নিয়ে...
বলো তুমি কি নেবে গো চিনে ?