STORYMIRROR

Saniat Ahmed

Romance Classics Others

5.0  

Saniat Ahmed

Romance Classics Others

নিঝুম পাড়া

নিঝুম পাড়া

1 min
574


এই রাত কেটে যায়-

চুপিচুপি কথা কয়,

স্মৃতিরা নীরব;ডায়েরির পাতায়..!


ঐ চাঁদ জেগে রয়-

আকাশের সীমানায়,

তারা গুলো;একে একে নিভে যায়..!


তুমি কি রাত হবে?

নাকি হবে ঐ আকাশের তারা..!

তুমি কি চাঁদ হবে?

নাকি হবে ঘুম ঘুৃম নিঝুম পাড়া..!


Rate this content
Log in

Similar bengali poem from Romance